নিজস্ব প্রতিবেদকঃ ফজলুল করিম সাফকাত
গত মাসে বন্যার কারনে মাটিকাটার ছেলে তনয় এবং ফরিদপুরের মেয়ে জায়েদ ইবনে রেজার মধ্যে এক দূরত্বের সৃষ্টি হয়।দীর্ঘ বিরতির পরে ভার্সিটি খুলার পরেও স্ত্রী জায়েদ না আসায় মনে তীব্র কষ্ট নিয়ে তনয় কে ভার্সিটি গেটে ঘুরতে দেখা গিয়েছে।গোপন সূত্রে জানা গিয়েছে সিলেট ছাড়ার আগে জায়েদ ৩ মাসের গর্ভবতী ছিলো!!