প্রেমের টানে বাঙালী ছেলেদের কাছে বিদেশিনীদের ছুটে আসা নতুন কিছু নয়। বরং আজকাল এ যেন এক প্রচলিত রীতি। এবার স্বপ্নীল (২৩) নামের ঢাকার এক যুবকের প্রেমের টানে সুদূর রাশিয়া থেকে ছুটে এলেন আলেক্সা সারাকোভা নামের রাশিয়ান তরুণী! জানা যায়, গত ২ বছর আগে ইন্সটাগ্রাম থেকে পরিচয়, এরপরে চলে মনের ভাব আদান অরদান। অতঃপর প্রেমিকের সাথে পরিণয়ের জন্যে ছুটে আসেন সারাকোভা। তার ইচ্ছে স্বামীর সাথে বাংলাদেশটা ঘুরে দেখার।