গতকাল রাতে শহীদ মিনারে ঢামেক চিকিৎসক সাজ্জাদ এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রখ্যাত ডাক্তার ইকরা।আজ সকাল ১১ টায় তিনি নিজ ঝাউতলার বাসভবনে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ ও বিচার দাবি করেন। তাছাড়া তিনি ঢাবিকে নিয়ে তীব্র সমালোচনা করেন,তিনি বলেন”ঢাবি কোন ভার্সিটি বলে মনে করি না,এতে সব অযোগ্য ছাত্ররা পড়ে,গতকাল ঘটনায় তা আবার প্রমান হলো। ভাগ্যিস আমি ঢাবিতে পড়ি নাই,কলংক মুক্ত আছি”
তিনি আরও বলেন “অভিযুক্ত দের দ্রুত বিচার চাই,ডাক্তারদের প্রতি আমার ভালবাসা আগে থেকে আছে,তিনি নিজেও একজন কমার্স থেকে গতবছর মেডিক্যাল কলেজে চান্স পেয়ে বিশ্ব রেকর্ড করেন এবং তিনি এখন হাজারো ডাক্তারের ক্রাশ উপাধি তে ভূষিত।
এই সময়ে ডাক্তার ইকরা অতি বিলম্বে ঢাবি বন্ধের দাবি জানান।
এই সময়ে উপস্থিত ছিলেন ডাক্তার ইকরার তিন সহযোগী ও সেকেন্ড ইন্ড কমান্ড।