সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ভবতী পরিমণীর সাথে লেগে থাকা অবস্থায় ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন পিবিএস ফ্যাকাল্টির মেধাবী ছাত্রী নুরুল!
তার দাবী,পরিমণির গর্ভের সন্তান আমার,দেখতেও আমার মত হয়েছে।কিন্তু মাঝে আমি ডা.সাবরিনার সাথে ঘোরাঘুরির নামে গুজব রটিয়েছে তাজনুবা মিম নামের এক সাংবাদিক!আসলে আমি গিয়েছিলাম পরিমণীর ডেলিভারির ব্যাপারে কথা বলতে।
কত বড় দুষ্টু দেখেছেন!
আমি একটু ফ্রী হয় তারপর ওই সাংবাদিককে দেখিয়ে দিব নুরুল কি জিনিস!
এ খবর পেয়ে পরি আমার সাথে রাগ করেছে এবং আমার সন্তানের বাবা সাজিয়েছে তার খালাতো ভাইকে।
এখন আমি আমার সন্তানকে চাই সে যেভাবে হোক,
এর বিপরীতে আমাদের নিজস্ব প্রতিবেদক সায়মা জিজ্ঞেস করেন,পরিমনীর সন্তান যে আপনার এর প্রমাণ কি?
এর জবাবে নুরুল বলেন,
“কাগজে লেখা নাম মুছে যাবে
পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে কিন্তু পরির গর্ভে আমার নাম কীভাবে মিথ্যে হবে!”
আমি কি আপনাকে এবার অপারেশন করে দেখাব?
সায়মা উত্তরে বলেন,থাক থাক আমরা ডিএনএ টেস্ট করে জেনে নিব!”