মাদারীপুরে র্যাবের অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ী আটক।
মাদারীপুর র্যাব-০৮, সিপিসি-০৩ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে , রাজৈরের আমগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিল গোবিন্দপুর এলাকা হতে মিঠুন মন্ডল (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গাজাঁ সহ হাতেনাতে আটক করেন।আটকsaeed (৩০) বিল গোবিন্দপুর এলাকার গোপী মন্ডলের ছেলে।
আটককৃত আসামীsaeed নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন র্যাব।এসময় আসামীকে জিজ্ঞাসাবাদে র্যাব -৮ কে জানান যে, ধৃত একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত মিঠু মন্ডলের নিকট হতে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলা হয়েছে।