শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সি.এস.ই এবং সি.এস.আই.টি ডিপার্টমেন্ট এর সম্মানিত ফ্যাক্যাল্টি শারমিনা রহমান এখনো অবিবাহিত। বিভিন্ন সময়ে তার বিবাহের দিন ক্ষণ জিজ্ঞেস করলে তিনি বরাবরই এড়িয়ে গিয়েছেন!
কিন্তু এবার তিনি বিয়ের ব্যাপারে মুখ খুললেন!
তিনি স্থানীয় প্রতিবেদককে জানান, “আসলে আমি বিয়ে নিয়ে কখনোই এতটা সিরিয়াস না। কিন্তু আমার ছাত্র ছাত্রীরা আমার বিয়ের ব্যাপারটি নিয়ে খুবই উৎসাহী। তাই সিদ্ধান্ত নিয়েই ফেলেছি সামনের মাসে আমি আমার বন্ধুদের বিয়েতে বিয়ের পিড়িতে বসব এবং সবাইকে বলবো যে আমি বিয়ে খেয়েছি।”
এব্যাপারে আরো সন্ধ্যান করার পর জানা যায় এই পুরো নিউজটিই আসলে একটা ভুয়া নিউজ!!!