মোহন ভুঁইয়া, ১০বারের অস্কার ও ৫বারের নোবেল বিজয়ী। পুরো বিশ্বে তাঁর বিচরণ। এতো বড় পর্যায়ের একজন ব্যক্তি হয়ে ভুলে যাননি নিজের ক্লাসমেটের জন্মদিন। সুদূর কিশোরগঞ্জ থেকে পাঠিয়েছেন জন্মদিনের বার্তা। এতে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন কু দিয়ে শুরু হওয়া জেলা কুমিল্লার নাইমা।
নাইমা আরো বলেন, “কু দিয়ে শুরু হওয়ায় যাত্রাপথে সবাই কুমিল্লায় হিসু করে। কিন্তু মোহন ভুঁইয়া তা না করে আমাকে উইশ করেছেন। এতে আমি খুব খুশি। এই মুহুর্তটা আমি কোনোদিনও ভুলবো না।”