ঢাবিতে মেসেজে হাহা নিয়ে শিক্ষার্থীর ব্যাক্তিগত ইনবক্সে হয়রানি

গোপন সূত্রে জানা যায়, ২১ শে সেপ্টেম্বর ২০২২ মেসেজে হাহা দেওয়া নিয়ে আধুনিক ভাষা ইন্সটিটিউট এর এক শিক্ষার্থীকে ব্যাক্তিগতভাবে মেসেজ করে হয়রানি করে তারই এক সহপাঠী। তার নালিশ কেনো সে মেসেজে হাহা দেয়। উত্তরে ওই শিক্ষার্থী জানায় তার আইডি তার মোবাইল তার যা ইচ্ছা সে করবে। এতে করে ওই শিক্ষার্থী বিনা কারনে নানান কথা শুনান। এটিই প্রথম নয়, জানা গিয়েছে এই শিক্ষার্থী প্রায়ই এটি নিয়ে ঝামেলা করে। তার একটিই নালিশ হাহা কেনো দিবে। উল্লেখ্য যদি তার মেসেজে হাহা না দিয়ে অন্যের মেসেজেও হাহা দেয় সে একই আচরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *