• নিউজ ডেস্ক
নেদারল্যান্ডসের ‘দুই মিনিটের চলচ্চিত্র’ প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিল বাংলাদেশের চলচ্চিত্র ‘গুজবের জল’। যেটি নির্মাণ করেছেন সাদিক ইভান।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে নগদ ২ লাখ টাকার চেক প্রদান করা হবে পরিচালককে।
মহামারি করোনাভাইরাসের সময় পুরো বিশ্ব যখন লকডাউনে, তখন বাংলাদেশে ছড়িয়ে পড়ছিল নানা গুজব। আর একেই উপজীব্য করে ২০২০ সালের জুনে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পেল আন্তর্জাতিক স্বীকৃতি।
সাদিক ইভান বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কাজ করছেন দেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। এর পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডকুমেন্টারি নির্মাণের সঙ্গেও যুক্ত তিনি।