আটটি আনারসকে নিজের করে নিয়েছেন নরসিংদী জেলার মাজহার। ঘটনাটি ঘটেছে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে। গত শনিবার ভোর ৬ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মাহজার ও তার ৪ বন্ধু। বন্ধুরা হলেন- কুমিল্লা জেলার সবুজ আহম্মেদ, নোয়াখালী জেলার ইমতিয়াজ, গাজীপুর জেলার শিমুল হাসান ও সায়েমা হোসেন চারু। জানা গেছে শ্রীমঙ্গল স্টেশন পার হওয়ার পর মাহজারের বন্ধু সবুজ আহম্মেদ অনেক দরদাম করে ১০০ টাকায় দুই হালি অর্থাৎ আটটি আনারস ক্রয় করেন। বন্ধু সবুজ আহম্মেদের আশুগঞ্জ স্টেশনে নামার কথা থাকলেও ট্রেন সেখানে না থেমে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামে। অসহায় সবুজের দুর্বলতার সুযোগ নিয়ে সবগুলো আনারস রেখে দিয়ে সবুজকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নামার কুপরামর্শ দেয় মাজহার।
তারপর ট্রেনে থাকা মাজহার ও তার তিন বন্ধুর আটটি আনারস সমানভাবে ভাগ করে নেয়ার কথা থাকলেও নরসিংদী স্টেশনে আসার পর সবগুলো আনারস নিয়ে স্টেশন থেকে নেমে পরে মাজহার। নিরূপায় হয়ে মাজহারের বাকি বন্ধুরা ঢাকায় চলে আসে।