নিজস্ব প্রতিনিধি: ইদানিং কালে খাট ছেড়ে মাঠের পারফর্মেন্সে মন দিতে দেখা যাচ্ছে ইবির ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফিকে।
গত দুইবছরে খাটে শুয়ে শুয়ে তিনি তার স্বাস্থ্যের অবনতি ঘটিয়েছে। তাই বন্ধুদের পরামর্শে তিনি এখন নিয়মিত মাঠে গিয়ে ক্রিকেট খেলবে বলে জানা যায়।
এ ব্যাপারে রাফির সাবেক রুমমেট মঞ্জু জানান, ওকে দেখতাম দিনের বেলায় ও কাথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে আর একটু পর পর ফ্রেশ হয়ে আবার এসে কাথা মুড়ি দিয়ে শুয়ে পড়ত। ওর স্বাস্থ্যের এই অবনতির দায় ভার যেনো আমাকে না নিতে হয় তাই আমি আগেই ওর হল ছেড়ে অন্য হলে শিফট করেছি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনেক দিন পর মাঠে ক্রিকেট খেলতে নেমেই রাফি তার নিজের দলকে জেতান। সেই থেকেই রাফিকে খাটের খেলোয়াড় থেকে মাঠের খেলোয়াড় বলে ডাকতে থাকে বন্ধুরা।
এ ব্যাপারে খোদ রাফি নিজেই জানায়, যেদিন থেকে ও আমার জীবনে এসেছে সেদিন থেকেই আমি খাট ছেড়েছি। তবে ব্যাস্ততার কারণে আমি মাঠেও যেতে পারছিলামনা। তবে সেদিন সুযোগ পেয়েই বুঝিয়ে দিয়েছি রাফি ইস ব্যাক। ধন্যবাদ জানাই তাকে।
তবে এ ব্যাপারে দ্বিমত পোষণ করে তার বন্ধু সাজিদ বলেন, খাটের খেলোয়াড় কখনোই মাঠে এসে পারফর্ম করতে পারেনা। নিশ্চয়ই এটা পশ্চিমপাড়ায় বসবাসকারী কোনো বিরোধী দলের চক্রান্ত।