গোলাপগঞ্জে ভুমিখেকো দুই সহদোর গ্রেফতার

নিজস্বপ্রতিনিধিঃ
দড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের ১৮০৩ খতিয়ানের ১২ ডিসিমেল জায়গা অবৈধ ভাবে দখল করে আসছে দুই সহদোর মৃতঃ নজিম উদ্দিনের ছেলে জনি(৩২) ও ফাহাদ (২৫)।দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে দখল কৃত জায়গা ভোগ করেযাচ্ছে তারা।আজ শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন সাংবাদিক জাহাঙ্গীর হোসনের আপন ভাগ্না মানবাধিকার কর্মী ও সাংবাদিক তানভীর হাসান রাহীন। মামলা নং ১৪৫/২২। মামলার প্রেক্ষিতে দুই ভূমিখেকো সহদোর কে আটক করা হয় শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি।প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *