ডোপামিন হরমোন নিঃসরণে Project Proposal করতে গিয়ে প্রপোজ করে বসে নুরুল!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিবিএস ফ্যাকাল্টির মেধাবী ছাত্র নুরুল ২০৩, নম্বর কোর্সের আওতাধীন প্রজেক্ট প্রপোজাল লিখতে গিয়ে এক লাফে বেঞ্চে উঠে পড়েন,এবং সামনাসামনি বসে থাকা রমণীদের দেখে প্রজেক্ট প্রপোজাল লিখার নাম করে প্রেমের প্রপোজ করে বসে!
একে নুরুল অনিচ্ছাকৃত ভুল দাবী করে বলেন,অনেক দিন ধরে আমি প্রেমশূণ্য।ডায়ানা আইসলে আমাকে ছেড়ে যাওয়ার পর হতে আমি ভালোবাসার সন্ধানে দিনাতিপাত করছি।হঠাৎ প্রপোজ শব্দের নাম শুনে আমার ডোপামিন হরমোন নিঃসরণ শুরু হয় এবং আমি হরমোনের প্রভাবে এই কাজটি করে ফেলি।
কিন্তু মেয়েদের দাবী এসব নিছক সাজানো কথাবার্তা!
নুরুলের টেবিলের উপর লাফ দেওয়াই বলে দেই সে কতটুকু ইচ্ছার সাথে এমনটি করে,পড়াশোনার ছলনায় এ যেন এক শিল্প!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *