বায়োমেডিকেলকে হোয়াইট ওয়াশ করল ফার্মেসি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রীতি ক্রিকেট ম্যাচে বায়োমেডিকেল ডিপার্টমেন্টকে টানা দুই ম্যাচ হারিয়ে হোয়াইট ওয়াশ করছে ইবির রয়েল ডিপার্টমেন্ট ফার্মেসি

শনিবার (১৫ অক্টোবর) সুমনদের ম্যাচের পাশের গাছপালায় ভর্তি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রথমম্যাচে সাজিদের চারের সামনে দাড়াতে না পেরে অসহায় আত্মসমর্পপ করে বায়োমেডিকেল। দ্বিতীয় ম্যাচে সম্মিলিত পারফর্মেন্সে আবারও ম্যাচ জিতে ফার্মেসি।এ নিয়ে ফার্মেসি বিভাগের বরিশাল থেকে আগত ইমন খান বলেন, এসব ম্যাচ এ সচারাচর আমি খেলিনা। কারণ আমি লিগের খেলোয়াড়। তারপরও বন্ধুদের অনুরোধে খেলেছি এবং আকাংখিত জয়টি পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *