শালকুমার হাট, আলিপুরদুয়ারঃ
নিজস্ব সংবাদদাতা
স্ত্রী পরকীয়ায় লিপ্ত, আসামে গিয়ে অন্য পুরুষকে নিয়ে সংসার করেছে এই অভিযোগ উঠলো আলিপুরদুয়ার জেলাস্থিত কলাবাড়ী গ্রামের মৃত গোবিন্দ রায়ের কন্যা ভক্তিবীনা রায়ের বিরুদ্ধে। ভক্তিবীণা রায় আজ প্রায় ৮ মাস যাবত আসামের গৌহাটিতে গিয়ে পরপুরুষকে নিয়ে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেছে একই জেলার সিধাবাড়ী গ্রামস্থিত মানব রায়, বছর ২৮এর এক যুবক। মানব বাবু অভিযোগ করেন গত ফাল্গুন মাসে মায়ের প্ররোচনায় স্ত্রী ভক্তিবীনা নিজ গ্রাম ছেড়ে আসামে যায় এবং তাঁর সাথে বারবার যোগাযোগ করা হলেও সে কোনো যোগাযোগ করেনি, উলটো সোনাপুর পুলিশ ফাঁড়িতে আমার নামে অভিযোগ করে যায়।
অবশেষে, মানব রায় কোনো কূলকিনারা না পেয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয় এবং নিজের অভিযোগ জানায়। এই নিয়ে সেই এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ধরনের মেয়ের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক” বলে দাবী করেছেন এলাকাবাসী।