হাতিয়ার এক যুবক ছবি দেখে অনলাইনে অর্ডার করে যা পায়

এইভাবে আর কত প্রতারিত হবে মানুষ..
আর কতই এই সহজ সরল মানুষকে প্রতারিত ও ঠকিয়ে নিতে পারলেই তাদের আত্মা শান্তি পাবে।
হাতিয়ার এক যুবক ছবি দেখে অনলাইনে অর্ডার করে যা পায় ইতিমধ্যেই অনেক ফেসবুক আইডিতে ও ফেইসবুক পেজে আমরা কয়েকটা ঘন্টা যাবত একটি ছবি ভাইরাল হয়েছে…. জানা যায় ভুক্তভোগী ছেলেটির নাম মোঃ রাসেল উদ্দিন
বাড়ি হাতিয়ায় পৌরসভা ৫ নং ওয়ার্ডের একজন সহজ সরল মানুষ সে কয়েকদিন আগে ফেসবুকের একটি ফেইজে এই প্যান্ট টি অর্ডার কনফার্ম করছিলো আর ০৫/১০/২০২২ তারিখ সকাল ১০ টার সময় তার হাতে আসে.. আর তখন খুশি হয়ে বাসায় ফিরে গিয়ে ব্ক্স টা খুলে যখন নিজে ট্রায়াল দিয়ে দেখে. সব তার বিপরীত তাই ভুক্তভোগী রাছেল সবাই কে বলেছে সবাইকে একটু সতর্ক হতে সবার কাছেও অনুরোধ করেছেন যেনো তার মত বোকার স্বর্গে থেকে ওঠে আসতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *