সময় ১২ টা প্রতিবারের মতই অপু স্যারকে বলল একটু ওয়াশরুমে যেতে পারি?স্যার বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের ক্লাস স্যারের অফিসে হয়।আর ওয়াশরুম স্যারের পাশেই লাগানো। ৩০ মিনিট হয়ে যাচ্ছে অপু বের হচ্ছে না।ফাহিম রিপ্পিকে ইশারা করতেছে অপু গিটার মারতেছে। হঠাৎ করে আমার নাম্বারে মেসেজ আসল আননোউন নাম্বার থেকে আমি পাত্তা দিলাম না।এর ১০ মিনিট পর দেখি অপু আস্তে করে ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে চলে গেছে।তারপর দেখি কাজের লোককে ডেকে এনে বলতেছে ফ্লাশ কাজ করতেছেনা