মারামারি,পিস্তল প্রদর্শন আর চাদাবাজি যেন নিত্যদিনের ঘটনা দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুলের এলাকায়।জানা যায় আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার রাতে দু গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে ঘটে যায় প্রকাশ্যে গোলাগোলি।রাত ৯ ঘটিকায় এলাকায় বিরাজ করে থমথমে ভাব।এ সময় পিরোজপুর খানবাড়ির সালমান(২০) কে প্রকাশ্যে রিভলবার নিয়ে হাটতে দেখা যায়।এ ব্যাপারে ওসি তদন্তের সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি কোনো মন্তব্য করেননি।