দিনের বেলায় প্রকাশ্যে চাঁদাবাজি আর মারামারি,সন্ধ্যায় মাদকের চালান আর রাতভর আড্ডা যেন নিত্যদিনের কাজ হয়ে গেছিলো চন্ডিপুলে।তবে সব বিপত্তি ঘটিয়ে দেয় গত রোববার প্রকাশ্যে গোলাগোলি।জানা যায় দু গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।এর মধ্যে রাত ৯ ঘটিকার দিকে প্রকাশ্যে রিভলবার নিয়ে হাটতে দেখা যায় পিরোজপুর খানবাড়ির সালমান(২০) এবং রাশেদ(২৭) কে।রাজনৈতিক ছত্রছায়ায় শক্তিশালী সালমান যেন এক ত্রাসের নাম।এ ব্যাপারে ওসি তদন্তের সাথে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে নারাজ হন তিনি।