চলমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে এলিয়েন ফোর্স এমনটাই ভবিষ্যৎ বাণী করেছে ভারতের পাঞ্জাব রাজ্যের বিখ্যাত অক্টোপাস “বাহাদুর”। তার করা প্রতিটি ভবিষ্যৎ বাণীই সত্য হয়ে রূপ নিয়েছে বলে জানায় আনন্দবাজার পত্রিকা। এর আগেও জহুরুল হক হল প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হবে “ক্র্যাক প্লাটুন” এমনটাই ভবিষ্যৎ বাণী করেছিল বাহাদুর।যেই বলা, সেই কাজ। বাহাদুর জানায় টুর্নামেন্ট এর সেরা ২ দল হিসেবে সেমিফাইনাল-১ খেলবে লিজেন্ড একাদশ এবং এলিয়েন ফোর্স। আর ৩য় দল হিসেবে ফ্রেশার্স ফাইটার্স এবং ফ্যালকন ২০-২১ ম্যচের বিজয়ী খেলবে সেমিফাইনাল-২।বাহাদুর জানায় ১ম সেমিতে বড় ব্যবধানে জিতবে লিজেন্ড একাদশ। আর ২য় সেমিতে জয়লাভ করবে এলিয়েন ফোর্স। ফাইনালে টস জিতে ব্যাট করবে এলিয়েন ফোর্স,বাহাদুর আরও জানায় সেই ফাইনাল ম্যাচেই প্রথমবারের মতো হারার স্বাদ নেবে লিজেন্ড একাদশ।