মাইক্রোবায়োলজি বিভাগের ব্রাজিল সমর্থক কমিটি!!

প্রতিবেদনঃ- মোঃ রবিউল ইসলাম
বিগত ২ দিন ধরে আর্জেন্টিনা আর জার্মানির হতাশা জনক হারের পর ট্রলের জন্য আপাতত হাতগুটিয়ে বসে আছে ব্রাজিলিয় সমর্থক গোষ্ঠী। আগামী ২৫ তারিখ রাত ১ টায় নিজেদের সর্বোচ্চ দিয়ে সার্বিয়ার সাথে হেরে নিজেদের ট্রলের ভান্ডার খুলবেন ব্রাজিলিয় বাহিনী। ইতোমধ্যে খসরা কমিটিও হয়েছে কোনো কোনো জায়গায়। ঠিক তেমনই কমিটি দিতে বাদ রাখে নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ- এর অনুজীব বিজ্ঞানের শিক্ষার্থীরা। মোঃ ছাজিদুর রহমানকে সভাপতি এবং শেখ মারুফ আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে এই কমিটি বাস্তবায়ন করা হয়।
কমিটির সাংগঠনিক সম্পাদক সালিম সাদমান ইমন জানান, “কে কোন দলের সাপোর্টার সেটা গোনায় ধরার সময় এবং ইচ্ছা আমাদের নেই। টিম একটাই সেটা হলো ব্রাজিল।”
এ বিষয়ে পশ্চিমপাড়া বিষয়ক সম্পাদক মোঃ মোসাব্বির হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি জানান ” মাননীয় সিআর মহোদয় যেহেতু বলেছেন তাহলে সঠিক তো হবেই।”
এদিকে আর্জেন্টিনা টিম সৌদি আরবের সাথে হারায় গোপনে তাদেরকে টমেটো এবং ডিম মেরেছেন প্রতিপক্ষকে ডিম মারা ও স্লেজিং বিষয়ক সম্পাদক অভি রায়। এ বিষয়ে মতিহার থানায় ডায়েরি করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। ওসি বদনা মিয়া জানান খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *