গত ১১/১১/২০২২ ইং(শনিবার) গার্ডেনে নিস্তেজ অবস্থায় বসে থাকতে দেখা যায় নীড় নামক এই ছেলেকে।তার নিস্তেজ হওয়ার কারন জানতে চাইলে সে বলে
আমার নাম নীড়,বয়স ১৯ বছর ৭ মাস। আমি রাজশাহী সিটি কলেজে পড়াশোনা করি। আমি মানসিক ভারসাম্যহীন এবং তারও পাশাপাশি যাবত ৪ বছর ধরে “হস্তমৈথুন” নামক বদ অভ্যাসে আসক্তি। এই খারাপ অভ্যাসের ফলে ,আমার শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা যায়। যার মধ্যে আমি মানসিকভাবে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।
🔴মানসিক লক্ষণ — মাথা খিটখিট করা ,কাজে কোনো মনোযোগ আসে না, কখনো একা একা নিজের সাথে কথা বলি; কোন কিছু মনে রাখতে পারি না
🔴 শারীরিক কিছু সমস্যা — শরীর রোগা; শরীরে ঠিক মত শক্তি পায় না ; অল্পতে হাঁপিয়ে উঠে ;হজম শক্তি কমে যাওয়ার পাশাপাশি কানে কম শোনার সমস্যাও হয়।
আমি নিজেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ করে তুলতে চাই।
এভাবে ঝরে যাচ্ছে হাজারো শিশু তাই আমরা সচেতন হই সুস্থ থাকি