জান্নাতি আক্তার পরীক্ষায় প্রথম!

চাকরির ক্ষেত্রে তরুণ-তরুণীদের বিপুল আগ্রহ বিসিএসে। গত বুধবার সকাল থেকেই প্রথম আলো কার্যালয়ে ফোন আসে অনেক প্রার্থীর। তাঁদের একটাই জিজ্ঞাসা, ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল কি আজই প্রকাশিত হচ্ছে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃপক্ষ জানাল, বিশেষ সভা শেষে ফল প্রকাশ করা হবে। এ খবর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়। এরপর দুপুরে ফল প্রকাশের পর কে কোন ক্যাডারে প্রথম হলেন, সে খোঁজ নেওয়ার চেষ্টা চলে।

সাধারণত প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের কথা জানতে আগ্রহ থাকে বেশি। সেটি মাথায় রেখে খোঁজ নিয়ে জানা গেল, এই ক্যাডারগুলোতে প্রথম হয়েছেন যথাক্রমে জান্নাতুল ফেরদৌস, কাজী ফাইজুল করীম ও মোহাইমিনুল ইসলাম। তিনজনেরই এটি প্রথম বিসিএস এবং সবাই প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। জান্নাতুল, ফাইজুল ও মোহাইমিনুলের মধ্যে আরও মিল হলো, তিনজনই তাঁদের পছন্দের ক্যাডার পেয়েছেন। দুজনই পাস করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আর মোহাইমিনুল পাস করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। তবে তাঁদের বিভাগ ভিন্ন। জান্নাতুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফাইজুল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ও মোহাইমিনুল পানিসম্পদ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন প্রথম আলোকে জানান, ১১১৪৬৩৬২ রোল নম্বরধারী প্রশাসনে প্রথম, ১৬০১০২৬৩ রোল নম্বরধারী পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন এবং ১১০৮৩৬০৮ রোল নম্বরধারী পররাষ্ট্র ক্যাডারে প্রথম। ৪০তম বিসিএস পাস করেছেন, এমন কয়েকজনের কাছে রোল নম্বর ধরে খোঁজ নিয়ে পাওয়া গেল জান্নাতুল, ফাইজুল ও মোহাইমিনুলকে। তথ্য ঠিক আছে কি না, তা নিশ্চিত হতে এই প্রতিবেদক তাঁদের প্রবেশপত্রের নম্বর ও পিএসসির প্রকাশিত ফলের নম্বর মিলিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *