দেশ সেরা স্বনামধন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি নগদের কুমিল্লার সেরা- নগদ ম্যান হলেন মোঃ বিল্লাল! সম্প্রতি একটি প্রতিযোগিতা আয়োজন করা হলে সেই প্রতিযোগিতায় বিপুল স্কোরে সকল প্রতিযোগীকে হারিয়ে এই পুরস্কারটি জিতে নেন মোঃ বিল্লাল হোসেন। প্রতিযোগিতায় জয়ী হবার পর বিল্লাল হোসেন তার প্রধান সহযোগী জিল্লু ওরফে মিলন এবং গৌরবকে এই বিজয়ের অংশীদার হিসেবে ঘোষণা করেন এবং তার অন্যতম সহযোগী শৌরভের সাথে মুঠোফোনের যোগাযোগ করা হলে, সৌরভ বলেন সেই ব্যাপারে বিস্তারিত খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে এবং এখন বিল্লাল খুবই ব্যস্ত আছে এই বিষয়ে এখন সে কথা বলতে চাচ্ছে না। বলে রাখা ভাল উক্ত প্রতিযোগিতায় বিল্লালের প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন রায়হান সরকার অপু এবং মুল বিচারক ছিলেন ইমতিয়াজ অভি।