স্টাফ রিপোর্টার,
ভৈরবের নারী দেহ ব্যবসার মুল হোতা কিশরগঞ্জ সদর উপজেলার ভৈরবের থানার কুখ্যাত নারী দেহ ব্যবসায়ী আল- আমিন কে শহরের দূর্জয় মোড় বাসা থেকে ৬ জানুয়ারি রোজ শুক্রবার সকাল ১০ টার দিকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।
ভৈরব থানার পুলিশ সুত্রে জানা যায় আল আমিন দীর্ঘদিন যাবত নারীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছিল । সে ভৈরবের অনেক ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের মানুষের সাথে নারীদের নগ্ন ছবি তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। তার সাথে ভৈরবের শহরের অনেক দেহ ব্যবসায়ী নারী জড়িত। ভৈরবের এই অন্ধকার জগতের মহা সম্রাজ্ঞী হিসাবে পরিচিত।
এই আল আমীন ভৈরবের এতটাই প্রভাব শালী যে সে পুলিশের হাতে ধরা পড়ার পর সাংবাদিকেরা ছবি তুলতে গেলে, সে সাংবাদিকদের বলে যে আমার ছবি যারা তুলছে আমি ছাড়া পাওয়ার পর তাদের দেখে নেওয়া হবে। যান আমার ছবি ফেসবুক সহ বিভিন্ন পত্রিকায় ছড়িয়ে দেন। তাতে আমার কি হয় দেখব বলে হুমকি দেন।
ভৈরবের সদর থানার অফিসার ইনচার্জ জানান যে আল আমিন দীর্ঘ দিন যাবত ভৈরবের শহরে নিজে ও অন্য নারীদের দিয়ে দেহ ব্যবসা চালিয়ে আসছে। শুধু তাই নয় বিভিন্ন মানুষের সাথে নারীদের নগ্ন ছবি তুলে ব্লাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সাথে আরো যারা আছে তাদের গ্রেফতার করা হবে। ভৈরব শহর থেকে এই ধরনের ভ্রম্যমান পতিতাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।