রংপুর বদরগঞ্জে অপহরণ মামলায় যুবক আটক

রংপুরের বদরগঞ্জ থানায় প্রেমিকাকে অপহরণ, গ্রেফতারঃ১
বদরগঞ্জে এক যুবতীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বদরগঞ্জ থানার লালদিঘী এলাকা হতে প্রাইভেটকার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেফতার ব্যক্তি হলেন, রংপুর জেলার বদরগঞ্জ থানার,গোপিনাথপুর ইউনিয়নের লালদিঘি বাজার এলাকার মোস্তাফিজুর রহমান বরাত(১৯)
র‌্যাব জানায়, অপহরণকারীরা ভিকটিমকে অপহরণের উদ্দেশে বদরগঞ্জ থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে ঢাকা নিয়ে আসে। এরপর চক্রের মূলহোতা ভিকটিমের সাবেক প্রেমিক জোরপূর্বক ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনাস্থলটি র‌্যাব ক্যাম্প হতে আনুমানিক ৪০০-৫০০ গজ দূরে অবস্থিত। এসময় রংপুর র‌্যাব ক্যাম্পের ৬ জন দায়িত্বরত এফএস সদস্য পাম্পে বাইকের জ্বালানি তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ করে এবং কোম্পানি অধিনায়ককে বিষয়টি অবহিত করলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের হোতাসহ ১ সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ এর রংপুরের ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, চক্রের হোতাসহ ৪ সদস্যকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে, ভিকটিমকে বিয়ে করার উদ্দেশে তারা তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন ঢাকায়। তাদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *