মঙ্গলবার (১ জানুয়ারী) নিজ ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে স্টাটাস দেন মেহেদী হাসান সরকার । তিনি লিখেন, সুযোগ পেলে পরীমণিকে বিয়ে করে ধর্মের পথে আনতে চাই।
(পাপকে ঘৃ’ণা করো, পাপীকে নয়) বিষয়টি নিয়ে নেটিজেনরা মিশ্র মন্তব্য করছেন। সাধুবাদ জানানোর পাশাপাশি মজাও করছেন নেটিজেনদের কেউ কেউ।
বিষয়টি নিয়ে মেহেদী হাসান সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের সমাজের একটি ট্যাবু হলো কেউ কোনো অপ’রাধ করলে তাকে নিয়ে মশকরা করা। তিনি আরোও বলেন, আমরাও ছাত্র জীবনে ভুল করে একাধিক সম্পর্কে জড়িয়ে পরি তাই বলে সেটা নিয়ে বসে থাকলে তো হবে না , আমাদেরকে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে না হলে সাফল্য আমাদেরকে ধরা দিবে না ।
ভুল পথে পা বাড়ানো ব্যক্তিটি তো আমাদের সমাজেরই অংশ। সরল পথের আলো দেখিয়ে যেকাউকে সুন্দর জীবনের পথে ধাবি’ত করা যায়, আমি এই বার্তায় সমাজে ছড়িয়ে দিতে চাই।
পরীমণিও হয়ত কারো প্ররোচনায় পড়ে ভু’ল পথে পা বাড়িয়েছেন। কিন্তু এটিই তো জীবনের শেষ নয়। উল্লেখ্য, মেহেদী হাসান সরকার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে, সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সেবামূলক বিভিন্ন সামাজিক সংগঠনে যু’ক্ত আছেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এই যুবক।