“বাবু, এ সিফাতের মন, শুধু তোমার জন্য, আর কারো না”। মন টা আসলে কার, সেটা নির্ধারিত করে কাউকে বলেন নি সিফাত। একে একে ৭ জন নারীর সাথে একসাথে সম্পর্ক স্থাপন করেন খিলগাঁও তে বসবাসরত কাজী আশরাফুর রহমান সিফাত (২২)।
গত শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে এক নারীর সাথে দেখা করতে যান সিফাত। সাথে সাথে পূর্বপরিকল্পিতভাবে একে একে ৭ জন নারী এসে হাজির হন অই রেস্টুরেন্টে এবং অই স্থানেই সিফাতকে জুতোপেটা করে মারাত্মকভাবে জখম করেন।
শোনা যায়, সবার সাথে সিফাতের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো, কয়েকজনের সাথে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন।
পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী এসে সিফাতকে সে স্থান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
বর্তমানে সিফাত গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন।