আজকাল ডিজিটাল ডাকাতের সংখ্যা বেড়ে গেছে। তারা মানুষের বাসায় গিয়ে ডাকাতি তো করেই সাথে তাদের ল্যাপটপ, মোবাইল ফোন ইউজ করে বাসার ভিতরেই থিয়েটার বানিয়ে ফেলে। যা খুবই ভয়াবহ। নিচের ছবিটি দুইজন ডাকাতের। তারা ডাকাতি করতে গিয়ে এই সেলফিটি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ক্যাপশন দে যে, “হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ডাকাতি ভ্লগ”। অথচ ভ্লগ যে ভিডিও তারা সেটা জানেনা। মুরুক্ষ। এইজন্যই শিক্ষার গুরুত্ব অপরিসীম।