বন্দর নগরী চট্টগ্রামের প্রানকেন্দ্র চাক্তাই এর নয়া মসজিদ এলাকা নিবাসী মোঃ তুষার। ফুটবল খেলার ময়দানে যিনি থিয়াগো তুষার নামে পরিচিত। এর চেয়েও বেশি তিনি গেজা তুষার নামে বেশি পরিচিত। তিনি দীর্ঘ ২ বছর ধরে তাগড়া কমিটির একজন সিনিয়র সদস্য ও ময়দানে প্রধান ডিফেন্স হিসেবে খেলেন। সম্প্রতি তার অনিয়মিত খেলার কারণে, তিনি জানুয়ারি মাসের সেরা ডিফেন্স এর ১ম ৫ জনের তালিকায় স্থান না পেয়ে তেলে বেগুনে জ্বলে উঠেন। তিনি মার্কুইনহোস সমুকে ১ নাম্বার হবার কারণে দেখে নিবার হুমকি দেন। তাছাড়া তিনি কমিটির এই সিদ্দ্বান্ত বয়কট করার সিদ্ধান্ত নেন। এদিকে মার্কুইনহোস সমু, তুষারের হুমকির কারণে আতংকে আছে।
তুষারের এই এগ্রেসিভ আচরণ খেলায় কোন প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে ম্যারাডোনা ফয়সাল বলেন,
“তুষারকে আমরা সবাই গেজা তুষার নামেই চিনি। সে অত্যন্ত বদমেজাজী ও এগ্রেসিভ খেলোয়াড়। দৌড়ে এসে লাফিয়ে যে গেজা দেয়, তাতে অনেকের ক্যারিয়ার হুমকির পথে চলে যায়। আমি সমুকে সাবধানে থাকার উপদেশ দিব আর তুষারকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাবো”।
একই প্রশ্ন কমিটির অন্য এক সিনিয়র সদস্য শান্তু দেবকে করা হলে তিনি ম্যারাডোনা ফয়সালের সাথে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ” ম্যারাডোনা ফয়সালের সাথে আমি মোটেও একমত নই। গেজাও খেলার একটি অংশ। গেজা সহ্য করতে না পারলে ম্যারাডোনা ফয়সাল পদত্যাগ করুক”।
ভুক্তভোগী মার্কুইনহস সমু আমাদের জানান ” তুষার ভাই দীর্ঘদিন ধরে একটি গেজা সিন্ডিকেট গঠন করে আছেন। এই সিন্ডিকেটের অন্যতম মূল সদস্য কুন্দে কাইয়ুম। তারা এই সিন্ডিকেট আমার উত্থানে ইর্ষাণ্বিত হয়ে, আমার পেছনে লেগেছে৷ তুষার ভাই এখানে পরিমনির মত মিডিয়াতে সিম্প্যাথি পাবার জন্য অভিনয় করছেন। আমি আশা করি এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে কমিটি আমার পাশে থাকবে।”
এদিকে বল খেলার ময়দানে গিয়ে ফুটবল খেলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুষার ক্রিকেট খেলার মতো দুঃসাহস করেছে। বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না সিনিয়র সদস্যরা এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।
এ বিষয়ে ধরে সিনিয়র সদস্য ফয়সালকে পুনরায় প্রশ্ন করা হলে তিনি জানান “আমি পূর্বেই বলেছি তুষারকে আজীবন নিষিদ্ধ করা উচিত। তুষারের এই কাজ খুবই জঘন্য এবং তুষারকে যদি ছাড় দেওয়া হয়, তবে আমাদের তরুণরাও ভবিষ্যতে একই কাজ করতে পারে। তাই অবিলম্বে তুষারকে সমস্ত পদ থেকে অপসারণ করে, তাকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দলের কমিটির নতুন সভাপতি কে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে চলে যান। তবে এ বিষয়ে সিনিয়র সদস্য শান্ত দেব জানান, “বোর্ড কমিটির মিটিং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ”