বসন্তের শুরুতে আম গাছে কলম করে ব্যস্ত সময় কাটাচ্ছেন হলের উদ্ভিদবিজ্ঞানী আমিনুল এবং সাফিউল ।ফল গাছ রোপনের মূল উদ্দেশ্য হলো ভাল, উন্নতমান ও মাতৃগুন সম্পন্ন ফল পাওয়া।এ কারণে, ফল গাছ রোপনের ক্ষেত্রে যৌন পদ্ধতির তুলনায় অযৌন পদ্ধতির চারা/ কলম গুরুত্বপূর্ণ। কারণ এ পদ্ধতিতে উৎপাদিত চারা/কলম রোপন করলে মাতৃ গুণাগুণ সম্পন্ন ফল পাওয়া যায়, গাছে তাড়াতাড়ি ফল ধরে এবং গাছ ছোট হয় বিধায় অল্প পরিসরে অনেক গাছ রোপন করা যায়।ছবিটি সংগ্রহীত করা হয়েছে ফ.আ.হ সংলগ্ন বাগান থেকে ..
বৃহস্পতিবার বিকাল 5.13