বদরগঞ্জের বরাত নামের এক যুবকের প্রেমিকা ৫ তরুনী, ধরা পরে খেলেন গণধোলাই

ডেস্ক রিপোর্ট : রংপুরের বদরগঞ্জের লালদিঘী বাজারের ঘটনা। সেখানে মোস্তাফিজার রহমান বরাত নামের এক যুবকের সঙ্গে পাঁচ তরুণীর প্রেম। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু গত ১৫০ বর্ষী বদরগঞ্জ মেলায় ঘুরতে গিয়ে। এক মেলায় প্রেমিকার সঙ্গে ঘুরতে যান ওই যুবক!

কিন্তু কিছু ক্ষণের মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট! সেই মেলায় একসঙ্গে এসে হাজির যুবকের আরও চার প্রেমিকা! যুবককে অন্য তরুণীর সঙ্গে দেখে বেজায় খেপে যান বাকি চার প্রেমিকা। শুরু হয় হাতাহাতি। চলল কিল, চড়, ঘুষি।

এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে পাঁচ জন তরুণী একে অপরের চুলের মুঠি ধরে। যে তরুণী যুবকের সঙ্গে মেলায় গিয়েছিলেন, বাকি চার জন মিলে তাকে বেধড়ক মারতে শুরু করেন। তাকে আবার বাঁচানোর চেষ্টা করেন সেই বরাত নামের প্রেমিক। এই ঘটনায় আরও চটে যান বাকি চার তরুণী।

হাতাহাতি এমন পর্যায় চলে যায় যে, ওই তরুণীর জামাকাপড়ও ছিঁড়ে দেন তারা।

ভিডিওটি দেখে অনেকে অবাক হয়েছে। কেন ওই তরুণীর উপর মারধর চালানো হল, তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।

কেউ কেউ বলছেন, দোষ করলেন এক জন, শাস্তি পেল অপর জন! কেউ আবার বললেন, ছেলেটিকে ধরে পেটানো উচিত ছিল! মেয়েটিকে কেন পেটানো হল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *