বদরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।
রংপুরের বদরগঞ্জ থানার রাধানগর ইউনিয়নে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে ১৭ বছর বয়সী এক কিশোরী। তুলেছে বিয়ের দাবি।
শুক্রবার (১৭ফেব্রুয়ারি) উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংপুর প্যালকা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়,দামোদরপুর ইউনিয়নের কালির ঘাট চিকলির পাড় এলাকার রাজ্জাক মিয়ার মেয়ে বৃষ্টি (১৭) এর সঙ্গে প্রায় ৪ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের ইউনিয়নের প্যালকা পাড়া গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে মোহাম্মাদ আলীর সাথে।
অনশনকারী ঐ কিশোরী বলেন, ‘সম্পর্ক গড়ে ওঠার প্রায় ৪ মাস তাদের।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে,রাত তিন টায় বাড়িতে রেখে আসে আমাক।অই সময় আমার বাবা মা জেনে যায়।তারপর সে পালিয়ে ঢাকায় নাকি অবিস্থান নিছে।,তারপরে জানতে পারি সে বাড়িতে আসছে,জানার পর আমি তার বাড়িতে অবস্থান নেই।আমার আসার খবর শুনে সে আবার পালিয়েছে।