মিনহাজ আবেদীন, স্টাফ রিপোর্টারঃ মিরপুরে গার্লস হাই স্কুলের সামনে প্রায়সই দেখা যেতো কিছু বখাটে ছেলের আড্ডা, যেখানে লিডার হিসেবে ছিলো নাদিম খান নামের এক যুবক। গত ২৭ ফেব্রুয়ারী স্থানীয়রা মিলে হাতেনাতে ধরে তাদের, সবাই পালিয়ে গেলেও ধরা পরে যান নাদিম খান নামের সেই যুবক ও স্বীকার হোন উত্তম গণধোলাই এর।