প্রতিবেদনঃ
নাম মোঃ পলাশ মিয়া কেন্দুয়া সরকারি কলেজে অধ্যয়নরত একজন মেধাবী শিক্ষার্থী, বাড়ি মদন উপজেলা, গ্রাম বাড়রী রামপুর ২৪ এপ্রিল আনুমানিক ০৯ ঘটিকার সময় তার নিজ বাড়িতে বিষ পান করে,তাকে সময়মত হাসপাতালে নিয়ে আসার কারনে প্রাণে বেচে গেছে, তবে তার আসল ঘঠনা উদঘাটন করতে আমরা তার ফ্যামিলির কাছে যাই, অসুস্থ মোঃ পলাশ মিয়ার বাবা একজন স্বনামধন্য ব্যাক্তি আমরা তার ফ্যামিলিকে জিঙ্গাসাবাদ করলে, তারা জানান যে, তার কোন দিক দিয়ে সমস্যা বলতে কিছু নাই , কোন কিছু অপূর্ণ রাখে নাই, এবং পাড়ার প্রতিবেশিরাও জানান যে সে খুব ভালো ও ভদ্র তবে এমন একটা বাজে কাজ কেমনে করলো আমরাও ভাবতে পারছি না , কেন করছে একমাত্র সে নিজেই বলতে পারবে..কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে আমরা তারে জিঙ্গাসাবাদ করলে সে জানায় যে , ভুল করে খেয়ে নিছে বিষ সে এটা জানতো না , তবে এটা কী উনি সত্যি বলছে না মিথ্যা বলছে উনি ভালো যানে , তবে শেষ মুহুত্যে উনি বললেন যে বাচতে চান না, আর এর কারন আমরা এখনো জানতে পারি নাই , প্রেস রিপোটার মদন,নেত্রকোনা জেলা . Bd. channel33news