হাবিপ্রবিতে নাকি ম্যানার্স শিখানোর নামে র্যাগিং হয় এমন একাধিকবার নিউজ হয়েছে পত্রিকায়, অনেকে নাকি র্যাগিং এর ঠেলায় ঘুমাতে পারেনা, খুদা লাগলে নাকি বড় ভাইরা খাওয়ায় না, তবে কেন সেই শিক্ষার্থীরা সিনিয়রদের কাছে সালামি চাইবে, কোন সম্পর্কের জেরে সালামি পাবে তারা?
এমন কিছু জানতে চেয়ে সিনিয়র সিন্ডিকেট প্রক্টরের কাছে রিট করেছে।
উল্লেখ্য যে, হাবিপ্রবিতে প্রক্টর নবাগত শিক্ষার্থীদের প্রটেকশন দিয়ে রাখে আর বিশ্ববিদ্যালয়ের শৃংখলার বিষয়ে তিনিই দেখেন।