ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের অ্যান্থ্রোপোলজি বিভাগের পরিচিত মুখ হুসাইন আহমদ সালামি দিচ্ছেন গণহারে।
ইদ সকলের মধ্যে আনন্দ নিয়ে আসে। এ আনন্দ প্রকাশিত হয় বিভিন্ন মাধ্যমে। ইদানিং ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে সালামি আদান-প্রদানের একটা সুন্দর রীতি চলছে। এ প্রচলনের মাত্রাকে আলোকগতিতে বাড়াতে সালামি দিচ্ছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী।
এক্ষেত্রে,তাঁকে কল করে আমরা না-পেলে তাঁর বন্ধুদের থেকে বঙ্গবন্ধু হলের ছাত্রনেতা তানভীর রহমান খানের সাথে কথা বললে তিনি জানান: “হুসাইনের মন বড়ো। সবসময়ই মানুষের সাথে আনন্দ,উৎসব ভাগ করে নিয়েছে হুসাইন। সেই বৃটিশ বিদায়ের পর থেকে আজ পর্যন্ত,বাংলাদেশের ইতিহাসের সকল আনন্দের দিনে পাশে পেয়েছি হুসাইনকে।”
তানভীর ছাড়াও হুসাইনকে জানেন,ক্যাম্পাসের এমন আরোও অনেকের সাথেই আমরা আনস্ট্রাকচার্ড কথা বলি। তাঁরাও একই কথা বলেন।
উল্লেখ্য,সালামি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি হুসাইন তাঁর ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে প্রকাশিত করেছেন।