খুব শিগগিরই তানভীর যোগ দিচ্ছেন ‘প্রিয়তমা’ ছবির শুটিংয়ে। এতে নায়িকা হিসেবে থাকবেন ভারতীয় বাংলা সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। এবার বিষয়টি মুখ খুললেন পরিচালক হিমেল আশরাফ। সেইসঙ্গে জানালেন এই ছবিতে তানভীরের বিপরীতে ইধিকাকে নেওয়ার কারণ।
ইধিকাকে নেওয়া কারণ হিসেবে হিমেল বলেন, ‘তানভীর ভাইয়ের সঙ্গে আগে স্ক্রিনে দেখা যায়নি এবং অতি পরিচিত মুখ না হয় এমন কাউকে চাচ্ছিলাম।’
পরিচালক আরও বলেন, ‘একমাস ধরে আশরাফুল ইসলাম তানভীর ভাইয়ের লুক কস্টিউম নিয়ে প্রতিদিন আমরা কাজ করছি। তানভীর ভাইকে একেবারে নতুন লুকে হাজির করা হবে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে স্ক্রিনে দেখা যায়নি। ঈদের সময় এই কারণে তিনি তেমনভাবে প্রকাশ্যে আসেননি।’
জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।
আগামী ৮ মে থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এর মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে আশরাফুল ইসলাম তানভীর কে ।ছবির সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
এদিকে ইধিকা পালের ছবি ঘুরে বেড়াচ্ছে তানভীরের বিভিন্ন ফ্যান গ্রুপে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রিয় নায়কের সঙ্গে তাকে মেনে নিতে পারছেন না। তারা প্রত্যাশা করেছিলেন শ্রাবন্তী, মিমি চক্রবর্তী কিংবা কৌশানিকে।