ছেলেটি রাজন দেব(২৪) আর মেয়েটি এমিলি পাল এমি(২১)।ছেলেটি এবার স্নাতক সম্পন্ন করলো।মেয়েটি স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।রাজনের বাড়ি সুনামগঞ্জে হলেও পড়ালেখার সুবাধে সে সিলেটে বসবাস করে।এমির বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।২০২১ এর নভেম্বরে তাদের পরিচয় এবং ২০২২ এর ৭এপ্রিল থেকে এই দম্পতি ভালবাসায় আবদ্ধ। এদের ভালবাসা দেখলে সত্যিই যে কারো হিংসা হবে। অনেক ঝগড়া,খুনসুটি হয় কিন্তু দিনশেষে একে অপরকে কাছে ঠেনে নেয়। অমায়িক এদের ভালবাসা।
ভালবাসার জয় হোক,সবাই আশীর্বাদ করবেন এদের জন্য।