কোম্পানিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক যুবতী নারীর সাথে বিবাহে আবদ্ধ হলেন কোম্পানিগঞ্জ উজেলার টুকের বাজার এলাকার কৃতি সন্তান জিয়াদ আলি খাঁন।
রবিবার (০৭ মে) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার টুকের বাজার গ্রামের নিজ বাসা থেকে জিয়াদ(২০) কে রায়হান ও তার স্ত্রী, দুজনে মিলে তাকে উদ্ধার করে ভোক্তভোগী সেই যুবতী নারীর সাথে বিবাহ করিয়ে দেন ।
বিভিন্ন সূত্রে জানা যায়, জিয়াদ এর ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে সিলেটের আনাচে কানাচে যত মেয়ে আছে সব তার ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে।
তাছাড়া জিয়াদ একজন ফটোগ্রাফার হওয়ার কারনে প্রতিদিন নানান যায়গায় ঘুরতে যায়,সেখানে গিয়ে ফটো উঠে ফেইসবুকে আপলোড করেন।
তার এই হট হট ছবি দেখে এক মেয়ে তার প্রতি পাগল হয়ে যায়। তখন থেকেই শুরু হয় তাদের প্রেম।
কিন্তু প্রেম একটু গভীরে যাওয়ার পর জুনাইদ ওই মেয়েটির ভালোবাসায় আসক্ত হয়ে যায়।
দুর্ভাগ্য বসতও মেয়েটির পারিবারিক সমস্যার কারণে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তখন থেকেই জিয়াদ প্রতিদিন কোম্পানিগঞ্জের সেই গ্রামে এসে তাদের বাড়ির পিছনে দেখা করতো,,এবং কলেজে আসা যাওয়ার সময় মেয়েটিকে ডিস্টার্ব করতো। তারপর হঠাৎ একদিন রায়হান এগুলো দেখে থাকে হাতে নাতে ধরে মেয়েটির সাথে বিবাহে আবদ্ধ করে দেন।