১৭ বছর বয়সি ছেলে এম.এ.শাহান নামের ছোট্ট ছেলে চার বিয়ে করে রেকর্ড গড়লেন। তবে বিষয়টি পুরোই ছিলো এডিট করা। শাহান জানায় এটা সিরিয়াস নিবেন না এটা এডিট করা। তবে এই ছবি দেখে শাহানের প্রেমিকা তার সাথে ব্রেকআপ করে চলে যায়। এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমি এডিট ছবিটি দিয়ে বোঝাতে চেয়েছি যে চার বিয়ে করা জায়েজ। আর অনেক ছেলেরা সিংগেল থেকে হয়রানি হয়ে যাচ্ছে এ অবস্থায় দেশে ১৬ লক্ষ মেয়ে বেশি আছে তাদের চিন্তা মুক্ত করতে আমার এই অনুপ্রেরণা