ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদলে বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে ‘চীফ হিট খাওয়া অফিসার। সরেজমিনে দেখা যায় প্রতি বছর জাবিতে হতাশা জনিত কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী ‘হিট খায়’। আল বেরুনি হলের আবাসিক শিক্ষার্থী মো: আল আমীন বলেন ‘ ‘জীবনের অর্ধেক সময় গেলো বাঁশ খাইতে খাইতে আর বাকী অর্ধেক গেলো হিট খাইতে খাইতে, এখন আমি হতাশ, বড়োই হতাশ।” শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে গত ৩২.০২.৩০২৩ তারিখে ৪২০ তম সিন্ডিকেট সভায় হিট খাওয়া অফিসার হিসেবে ৩ জনের নাম প্রস্তাবনায় আসে। প্রার্থীরা হলেন আল বেরুণী হলের মো: আল আমীন উরফে পট্টি, সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী হাফিজুল সুমন এবং মীর মশাররফ হলের আবাসিক শিক্ষার্থী আলমগীর। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তবে এখন পর্যন্ত ভোটাভুটিতে এগিয়ে আছেন আল বেরুণী হলের আবাসিক শিক্ষার্থী মো: আল আমীন উরফে পট্টি।