সম্মতি কিছু গোপন খবরে যাচ্ছে হিমেল ( বয়স আনুমানিক ১৯ বছর) দাঁড়ি না উঠার কষ্টে বাথরুম এ বসে কান্নাকাটি করেন৷
এই বিষয়টি নিশ্চিত করতে তার পরিবার এর সাথে যোগাযোগ করা হলে পরিবার এর সদস্য ( পরিচয় গোপন রেখে) বলেন ” ও অনেক দিন থেকে দাঁড়ি তোলার জন্য বিভিন্ন উপায় ফলো করছে, কিন্তু দাঁড়ি উঠছে না। এতে সে প্রতি ১০-১৫ দিন পর পর শেফ করে, বিভিন্ন ক্রিম ব্যবহার করছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না
এতে সে হতাশা ভোগছে। তাই সে বাথরুম কান্নাকাটি করছে। তার কিছু বন্ধুদের দাঁড়ি দেখে তার কষ্ট হয়। দাঁড়ি নেই বলে অনেক কান্নাকাটি করে সে।
তাই সে অসাম থেকে আগত বাবা কাছে যাবে বলেছে। তার দেখানো নিয়ম ফলো করবেন।