সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতের হাত ধরে রাজনীতিতে আসেন নিশাত । শহরের নতুন পাড়া এলাকার এই স্থায়ী বাসিন্দা ২০২১ সালে যুগ্ন আহবায়ক হিসেবে পদ পান সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে । তারপরই শুরু হয় তার আগ্রাসন,সকল ধরনের সরকারি-বেসরকারি কাজে টেন্ডারবাজি,চাদাবাজিসহ সকল কাজের সাথে জড়িয়ে পড়েন ।একদল ক্যাডারবাহিনী এই নিশাতের সাথে সবসময় থাকে বলে জানান শহরবাসী ।নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,তার এই ক্যাডারবাহিনীর ভরণপোষণসহ সকল যাবতীয় খরচ নিশাত নিজেই বহন করেন । সম্প্রতি নিশাত আল হাসান রাজনীতিতে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানা গেছে । তার এই ধরনের অবৈধ র্কর্মকাণ্ডে শহরবাসী অতিষ্ট । আইনশৃঙ্খলাবাহিনী তার বিরুদ্ধে কোনো আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করছেন না ।