নারী ও মাদক পাচারে আটক মানিকগঞ্জের – এস কে নাহিদ

আগামী ১৬ মে মঙ্গলবার রাতে, ব্যাবসায়ী কাজে কক্সবাজার যাচ্ছি বলে ফেসবুকের স্টাটাস দেন এস.কে. নাহিদ মনির ১৭ তারিখ সে কক্সবাজারে পৌছায়। NDF (Nafid Durniti Fas)loge_achi.com এর কক্সবাজারের বিশেষ প্রতিনিধি এর মাধ্যমে এবং গোয়েন্দা পুলিশ এর সহয়তায় খোঁজ পাওয়া যায় কক্সবাজারে নাহিদ নারী পাচার এবং মাদক পাচার এর একটা বড় ডিল এর জন্য যে কক্সবাজারে এসেছিল। গোয়েন্দা পুলিশ এর হাত থেকে নাহিদ এখন বেচে যায়। কিন্তু নাহিদ মনির ৩০শে মে মঙ্গলবার যখন সে ফেসবুকে স্টাটাস দেয় ব্যাবসায়ী কাজে পাবনা যাচ্ছে, তখন সাথে সাথে গোয়েন্দা পুলিশ তাকে ৩৪ জন ১৬ বছরের নারী এবং সাথে ১২০০০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বিস্তারিত জানতে সাথেই থাকুন
NDF (Nafid Durniti Fas)loge_achi.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *