সুনামগঞ্জে নারী দিয়ে কৌশলে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর,বক পয়েন্ট , সরকারি এস সি বালিকা থানা এলাকায় অভিযান চালিয়ে নাফিজ, রাতুল ও মুসা গ্রেফতার করে সুনামগঞ্জ থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- এই চক্রটির মহিলা সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে চোখের ইশারায় অথবা মোবাইল ফোনে কথা বলে অসামাজিক মেলামেশার প্রস্তাব দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে চক্রের সদস্যরা মিলে মারধর ও চাঁদা দাবি করে। পরে বিকাশ অথবা নগদের মাধ্যমে চাঁদার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান যুগান্তরকে জানান, কৌশলে নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।