আমার কলেজ জীবনের প্রিয় শিক্ষক যাকে সব থেকে বেশি ভয় পেতাম আর সম্মানও করতাম । জনাব মোঃ জয়নাল আবেদীন স্যার। স্যার এর পঠিত সেই দর্শন চর্চা অসাধারণ ছিল ।
স্যারের প্রিয় কিছু বানীর মধ্যে ছিলো নিয়মিত তোমরা ক্লাসে আসবে।
আর স্যার সেটা তার কর্মজীবনে ভালো ভাবেই পালন করে গেছেন । তিনি অসস্থ থাকা সত্ত্বেও ক্লাসে আসছেন, ক্লাস নিয়েছেন । তিনি গল্পঃ করলেও সেই গল্পের মাঝেই কোনো একটা টপিক কভার করে ফেলেছেন। সত্যিই স্যার এর একজন দুর্বল ছাত্র হিসাবে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় । কিন্তু আমার দূর্ভাগ্য আজও আমি আমার ভিতরের আমিকে প্রমাণ করতে পারিনি । ইনশা আল্লাহ ,একদিন আমি আমার ভিতরে লুকায়িত আমিকে প্রমাণ করবো ।
সকল উজ্জ্বল নক্ষত্রের মাঝে আমি একজন চন্দ্রবিন্দু।