প্রেমের টানে জাপান থেকে এক তরুণী সুনামগঞ্জ এসে বাংলাদেশি প্রেমিক দেব কে বিয়ে করেন জের্সেলিনা, আজ রবিবার সকালে সিলেট একটি আদালতে এফিডেভিটের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়।
গত ৬ এপ্রিল হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামে। সেখানে তার প্রেমিক দেব ও তার বন্ধুরা স্বাগত জানান এবং রাতেই তারা জের্সিলিনাকে নিয়ে প্রেমিক দেব এর বন্ধুর বাসায় চলে আসেন। ৭ এপ্রিল রবিবার সকালে পরিবারের লোকজন এবং বন্ধুদের নিয়ে আদালতে গিয়ে তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন।