নাম হাবিবুল ইসলাম। দেখতে শুনতে ভদ্র হলেও সামান্য দোষত্রুটি রয়েছে তার মধ্যে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৯ জনের সাথে প্রেম করার পর ১০ম প্রেমিকা কে বিয়ে করেন হাবিব। বিয়ের আগে স্বামীর আগের প্রেম সম্পর্কে জানতেন না তার স্ত্রী। তাই বাসর রাতেই ঝাড়ু দিয়ে উত্তম মধ্যম দেন তাকে। তার অবস্থা এলহন সূচণীয়। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।