প্রেমের টানে ঢাকা থেকে চলে এসেছেন সিলেটে, তারপর খুজে চলেছেন তার প্রেমিকাকে।
গত কয়েক বছরে এমন কিছু ঘটনা বেশ আলোচিত হয় ফেসবুকে। সংবাদমাধ্যমেও এসেছে এসব ঘটনা। তারপর কী ঘটেছে—এ নিয়েই এবারের প্রতিবেদন।
প্রেমের টানে সাত সাগর আর তেরো নদী পাড়ি দেওয়ার কাহিনি সবারই জানা। এই গল্পগুলো মাঝেমধ্যেই বাস্তব হতে দেখা যায় আমাদের চারপাশে। ভালোবাসার টানে কয়েক দিন আগে ইতালি থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক তরুণী। এবারও ব্যতিক্রম নয়। প্রেমিকার ছবি নেই, ফোন নম্বর নেই, নেই কোনো এড্রেস।
শুধু ডানা আছে নাম, ইরা।